জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দান ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই,আবেদনের শেষ তারিখ  ১৪ আগষ্ট এবং আবেদন ফি জমাদানের শেষ তারিখ ১৬ আগষ্ট।

 যারা অনার্স ১ম বর্ষ অনলাইন আবেদন ফর্ম পূরন করেছেন তাদেরকে ২৫০ টাকা ভর্তি ফি জমা দিতে হবে।

 আর যারা এখনো আবেদন করেননি তারা এখনি নিচের লিংক থেকে আবেদন করে আসুনঃ

ইউনিভার্সিটি এডমিশন সার্কুলারটি জাতীয় বিশ্ববিদ্যালয় হোম পেজ থেকে সংগ্রহ করা হয়েছে। 




  • সার্কুলারটি দেখুনঃ Google Drive


 অনার্স ১ম বর্ষ অনলাইন আবেদন ফর্ম পূরন করে,  পূরনকৃত ফর্ম ও অনলাইন থেকে প্রদত্ত ২৫০/- জমার পে স্লিপ সংগ্রহ করে নিজের কাছে রাখে চূড়ান্ত ভর্তির সময় কলেজে জমা দিতে হবে।


এসএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতাএইচএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম যোগ্যতা
পরীক্ষার নামপাসের সনজিপিএপরীক্ষার নামপাসের সনজিপিএ
এসএসসি (মানবিক)২০১৭/২০১৮২.৫এইচএসসি (মানবিক)২০১৯/২০২০২.৫
এসএসসি (বিজ্ঞান ও ব্যবসায়)২০১৭/২০১৮৩.০এইচএসসি (বিজ্ঞান ও ব্যবসায়)২০১৯/২০২০২.৫
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে  এইচ.এস.সি

 বিদ্রঃ যারা সরকারি রাজেন্দ্র  কলেজে সহ নিচের কলেজ গুলোতে আবেদন করেছেন, তারা নিম্নোক্ত পদ্ধতিতে  টাকা পে করতে পারবেন।

  •  Feni Govt . College , Feni 
  • Rangamati Govt . College , Rangamati
  • Jashore Govt . Mohila College , Jashore 
  • Govt . Debendra College , Manikganj 
  • Govt . Rajendra College , Faridpur 
  • Govt . Ashek Mahmud College , Jamalpur
  • Govt . Brajalal College , Khulna 
  • Narail Govt . Victoria College , Narail 
  • Khulna Govt . Mahila College , Khulna
  • Pioneer Govt . Mahila College ,khulna
  • Lohagara Govt   .   Adarsha College   ,   Narail


নোটঃ আপনার কলেজ এই লিষ্টে না থাকলে কলেজের ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপ থেকে জেনে নিন কিভাবে আপনার কলেজে ফি জমা নিচ্ছে।


বেদনের জন্য এই লিংকে প্রবেশ করে https://sbl.com.bd:7070/CollegeFee/Payment/ প্রয়োজনীয় তথ্য প্রদান করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট অথবা সুবিধাজনক পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

 অথবা প্লে স্টোর থেকে Sonali eSheba App ইন্সটল করেও ফি পরিশোধ করা যাবে।


ফি প্রদানের সময় আপনার আবেদন ফর্ম অনুয়ায়ী তথ্য প্রদান করবেন  মানে হচ্ছে আবেদন করার পর আপানাকে কলেজ থেকে যে রোল নাম্বার দিয়েছে সেটি দিবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দান ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট।


আর নাম, নাম্বার ও আবেদন ফর্মে যা দিয়েছিলেন সেটিই দিবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুনঃ

প্রথমেই  উপরের লিংকে গিয়ে নিচের মত তথ্য গুলো পূরন করে Next চাপুন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


  Next এ আশার পর নিচের মত আসবে এখানে সব ঠিক থাকলে Payment এ ক্লিক করুন।

 বিদ্রঃ যদি কিছু ভূল থাকে  Edit করে নিবেন, পেমেন্ট Confirm হওয়ার পর সেটি আর পরিবর্তন করতে পারবেন না।



জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)

পেমেন্ট করার পর নিচের মত একটু পপআপ মেসেজ আসলে Ok ক্লিক করবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


এখন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন।


আমি বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ দিয়ে দেখাচ্ছি,আপনারা চাইলে সোনালি ব্যাংক,মোবাইল ব্যাংকিং & কার্ডের মাধ্যামেও পেমেন্ট করতে পারবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


বিকাশ সিলেক্ট করার পর নিচের মত Pay with bKash এ ক্লিক করুন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


এখন বিকাশ পেমেন্ট গেটওয়ে দেখতে পারবেন, সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে Confirm করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


তারপর আপনার নাম্বারে নিচের মত একটি OTP কোড যাবে সেটি বসিয়ে Confirm এ ক্লিক করুন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


এখন নিচে আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে  Confirm করুন।


জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)


সব ঠিকঠাক থাকলে নিচের মত একটি Pay Slip পাবেন। 

এটি প্রিন্ট করতে Print voucher এ ক্লিক করুন এবং ডাওনলোড করতে নিচে দেখানো Download as PDF এ ক্লিক করুন। 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ( আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই থেকে ১৬ আগষ্ট)

Note: উপরে যে Transection ID দেখতে পারছেন সেটি সংরক্ষন করে রাখতে পারেন কারন যদি কখনো এই  পে স্লিপ টি হারিয়ে যায় তাহলে ওই  Transaction ID দিয়ে এখান থেকে বের করে নিতে পারবেন।


আবেদন ফি জমা দানের সময়ঃ ২৮/০৭/২০২১ থেকে ১৬/০৮/২০২১ তারিখ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
আবেদন শুরুঃ ২৮ জুলাই ২০২১ হতে
আবেদনের শেষ তারিখঃ ১৪ আগষ্ট ২০২১
ফি জমাদানের শেষ তারিখঃ ১৬ আগষ্ট ২০২১
ফলাফল প্রকাশঃ ১৫ সেপ্টেম্বরের পূর্বে
আবেদন ফিঃ ২৫০ টাকা
আবেদনের লিংকঃ admissions.nu.edu.bd


আবেদন ও রেজিস্ট্রেশন ফি প্রদানঃ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফিসের হার নিম্নরূপঃ
  • প্রাথমিক আবেদন ফিঃ ২৫০ টাকা
  • শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি = ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা
  • শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি = ২০/- (বিশ) টাকা বিভিন্ন ফিসের
  • শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৫/- (পাঁচ) টাকা
  • শিক্ষার্থী প্রতি রােভার স্কাউট ফি = ১০/- (দশ) টাকা
সর্বমোট রেজিস্ট্রেশন ফি = ৪৮৫ (চারশত পঁচাশি) টাকা 
তাছাড়া শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল  ৭০০ (সাতশ) টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি ৭০০ (সাতশ) টাকা। 

আবেদনের জন্য করণীয়গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের।২৮/০৭/২০২১ থেকে ১৪/০৮/২০২১
প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া।২৯/০৭/২০২১ থেকে ১৬/০৮/২০২১
কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা।২৯/০৭/২০২১ থেকে ১৭/০৮/২০২১
কলেজ কর্তৃক আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [প্রার্থী প্রতি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা হারে] সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়া। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজে লগ ইন এর মাধ্যমে Application Payment Info (Honours Reg.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর ধ্রিন্ট কপি নিয়ে নিকট সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।১৮/০৮/২০২১ থেকে ২৫/০৮/২০২১


Post a Comment

Previous Post Next Post