নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?


দিনটি ছিল ১২ই এপ্রিল ২০১৪,  ৬ জন স্টুডেন্ট পানিতে ডুবে মা-রা যায় কি এক বিষাদময় দিন ছিলো সেটা।সেই ঘটনা অবলম্বনে তৈরী "নেটওয়ার্কের বাইরে" মুভির ডাওনলোড লিংক এবং নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?  



নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

  

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?


১২ এপ্রিল, ২০১৪ সাল আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাব্বির হাসান আর ইভান দুইজনে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দেন। "চলে যাচ্ছি দোস্ত, একদম নেটওয়ার্কের বাইরে"..


তার ঠিক পর দিন দক্ষিণ-পূর্ব পাশের সমুদ্র সৈকতে উত্তাল সাগরের পানির তোড়ে ভেসে কয়েকজন ছাত্র তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন, এবং কয়েক ছাত্র হন নিখোঁজ।

 তার মাঝে একজন হচ্ছে সেই স্ট্যাটাসদাতা সাব্বির হাসান। পরবর্তীতে অন্যান্যদের লাশ খুঁজে পাওয়া গেলেও সাব্বির হাসানের লাশ খুঁজে পাওয়া যায় নি। সেদিন মোট ৬-জন বন্ধু নেটওয়ার্কের বাইরে চলে যান। 

তারা হচ্ছেনঃ

 (১)ইভান, (২)সাব্বির, (৩)অঙ্কুর, (৪)ইশতিয়াক, (৫)নোমান ও (৬)বাপ্পী।


ইভানের post টি ছিল "দূরে চলে যাচ্ছি অনেক দূরেঃ"

 পোষ্ট এর কমেন্ট গুলা ছিল এরকমঃ

-"ক্যামনে?"

ইভানঃ "মানুষের কাছ থেকে"

একমেয়ে কমেন্ট করছেঃ

"Joto durei jao fire asite hoibeeeee"

 ইভানের রিপ্লাইঃ"jodi more jai"

ঐ মেয়েটার আবার কমেন্টঃ

"Seta to r tumi agetheke bujhte parbena r more geleo manush kichu manusher moner majhe bosobash kore"

ইভানের একভাই কমেন্ট করছেঃ

"kothay jaba"

ইভানঃ"na ferar desh e vai"

ইভানের ভাইটাঃ"ki bolo bujhi na"

ইভানঃ"bollam out of reach"

ইভানের ভাইঃ"pagol hola naki...naki more jaba"

ইভানঃ"aito buzsen"


সেদিন ইভান তার পুরো স্ট্যাটাস কিংবা কমেন্টে একবারের জন্যেও বলে নি সে সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছে। বারবার বলেছে সে মারা যাবে! হয়তোবা সে ফাজলামী করেছে। কিন্তু সেটাই হয়েছে! সেদিন সে সত্যি চলে গেছে।


অন্যদিকে সাব্বিরের স্ট্যাটাসটা ছিলো- "চলে যাচ্ছি দোস্ত! একদম নেটওয়ার্কের বাইরে"

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?


স্ট্যাটাস এ প্রথম কমেন্টঃ

রাইফা সৈয়দঃ টাটা... :-h

স্ট্যাটাস এ দ্বিতীয় কমেন্টঃ

সাব্বির হাসানঃ উইল মিস ইউ। 🙂💖

স্ট্যাটাস এ ৩য় কমেন্টঃ

সালাহউদ্দীন আহমেদ সাব্বিরঃ Best of luck🙂

স্ট্যাটাস এ ৪র্থ কমেন্টঃ

সাব্বির হাসানঃ Tnx man 🙂

সেদিন সাব্বির আসলেই নেটওয়ার্কের বাইরে চলে গেছে! সে যে জগতে চলে গেছে সে জগতে কোনো সীম কার্ড নাই। নেটওয়ার্কও নাই। 


মানুষের জীবন কত নাটকীয়৷ আল্লাহ তাদের বেহেশত নসিব করুন।


নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোডঃ

নেটওয়ার্কের বাইরে(Networker Baireমিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত একটি বাংলাদেশী অ্যাডভেঞ্চার ড্রামা চলচ্চিত্র।  গল্পটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। চিত্রনাট্য করেছেন জোবায়দ আহসান এবং মিজানুর রহমান আরিয়ান। ছবিতে অভিনয় করেছেন সরিফুল রাজ্জ, যশ রোহান, নাজিয়া হক অর্শা, তাসনুভা তিশা, খায়রুল বাসার, জোনায়েদ বাগদাদী, তাসনিয়া ফারিন, নাজিফা তুশি। 

Movie NameNetworker Baire।।নেটওয়ার্কের বাইরে

Initial release: August 19, 2021
ProducerRedoan Rony
Story by: Mizanur Rahman Aryan

Starring: Tasnia Farin,Sariful Razz,Tasnuva Tisha,Yash Rohan,Nazia Haque Orsha,Khairul Basar,jonayed Bukdadi,Nazifa Tushi
Music by: Sajid Sarkar

Cinematography: Raju Raj

Edited by: Simit Ray Antor

Production companies: Frame Per Second,Mr. Aryan Films

Running time: 90 minutes 

Language:Bangla

Country :Bangladesh 

Rating:8.5/10 IMDb & 97% Liked this film (Google User)



YouTube user Comments:

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?

নেটওয়ার্কের বাইরে মুভি ডাওনলোড।। নেটওয়ার্কের বাইরে মুভি কাদের নিয়ে তৈরি?


Networker Baire।।নেটওয়ার্কের বাইরে  মুভি ডাওনলোডঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url