আসসালামুয়ালাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ।
টাইটেল দেখে নিশ্চই মনে প্রশ্ন আসছে আসলেই কি লোকেশন ট্রাক করা সম্ভব ? হ্যাঁ ! অবশ্যই সম্ভব ।




অন্য সিমের ব্যাপারে জানি না কিন্তু জিপি সিমে সম্ভব । সেজন্য আপনার এবং ভিক্টিমের জিপি সিম থাকতে হবে । প্রায়ই দেখা যায় আমরা আমাদের প্রিয়জনদের ফোনে পাচ্ছি না। ওপাশে ফোন বাজতেই থাকে, কিন্তু কেউ ফোন ধরে না। খুব টেনশন হয়। এ অবস্থায় আমরা কি করে জানতে পারি যে তারা কে কোথায় আছে বা কি করছে?

সেজন্যই চলে এসেছে “জিপি বাডি ট্র্যাকার”! গ্রামীণফোন নিয়ে এসেছে বাডি ট্র্যাকার, যার মাধ্যমে আমরা যেকোন সময় সহজেই জেনে যেতে পারি যে আমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে। আর এ সার্ভিসটি উপভোগ করা যাবে মাত্র ২ টাকা/ ১০০ এসএমএস রেটে, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২.৫৫ টাকা ! (সম্পূরক শুল্ক ও ভ্যাট ও সারচার্জ) প্রযোজ্য >

 এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। 

রেজিস্টার করার জন্য কি করতে হবে?

টাইপ করুন START <স্পেস> আপনার নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে সফল রেজিস্ট্রেশনের পর আপনি নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:


কিভাবে কাউকে অ্যাড করবেন?

টাইপ করুন add<স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।


কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y < প্রিয়জনের নম্বর > আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।


কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন?

টাইপ করুনy <স্পেস> অটো জেনারেটেড নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।



অবস্থান জানার জন্য কি করতে হবে?

টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে



কিভাবে নিজের অবস্থান জানবেন?

টাইপ করুন locate <স্পেস> নিজের নাম অথবা ফোন নম্বর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে

কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।

তাহলে আজই বাডি ট্র্যাকার সার্ভিসটি উপভোগ করা শুরু করুন, আর প্রিয়জনদের রাখুন আপনার হাতের মুঠোয়। হ্যাপি ট্র্যাকিং!

চার্জ

২ টাকা/ ১০০ এসএমএস, পরবর্তি প্রতি এসএমএস এর জন্য ২ টাকা  (সম্পূরক শুল্ক + ভ্যাট + সারচার্জ) প্রযোজ্য ; কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়।


সার্ভিসরেজিস্টার্ড ইউজাররা উপভোগ করতে পারেন কি?আনরেজিস্টার্ড ইউজাররা উপভোগ করতে পারেন কি?কিওয়ার্ডউদাহরণবিবরণশর্টকোড
STARTহ্যাঁহ্যাঁSTART <Your Name>START Mukitবাডি ট্র্যাকার সার্ভিস অ্যাক্টিভেট করার জন্য3020
ADDহ্যাঁনাADD<space><Friend Number><space><Friend Name>ADD 017xxxxxxxx Abidকাউকে অ্যাড করার জন্য3020
Y(Accept)হ্যাঁহ্যাঁY <Friend's number>Y AAAAAফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য3020
N(Reject)হ্যাঁহ্যাঁN <Friend's number;N AAAAAফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করার জন্য3020
STOPহ্যাঁনাSTOPSTOPবাডি ট্র্যাকার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার জন্য3020
LOCATEহ্যাঁনাLOCATE <ME> or <Friend Number> or <Friend Name>LOCATE 017xxxxxxxxপ্রিয়জন বা নিজের অবস্থান জানার জন্য3020
HIDEহ্যাঁহ্যাঁHIDE or HIDE <Friend Number> or <Friend Name>HIDE 017xxxxxxxxইউজারদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য3020
SHOWহ্যাঁহ্যাঁSHOW or SHOW<space><Friend Number> or <Friend Name>SHOW 017xxxxxxxইউজারদের অবস্থান জানার জন্য3020
LISTহ্যাঁনাLISTLISTযাদের ট্র্যাক করা যায়, তাদের তালিকা জানার জন্য3020
LIST SHOWহ্যাঁহ্যাঁLIST<space><SHOW>LIST Showযারা আপনাকে ট্র্যাক করছে, তাদের তালিকা জানার জন্য3020
LIST HIDEহ্যাঁহ্যাঁLIST<space><HIDE>LIST Hideযাদের কাছ থেকে আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন, তাদের তালিকা জানার জন্য3020
DELETEহ্যাঁনাDELETE<space><Friend Number>or<Friend Name>DELETE Abidকাউকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেয়ার জন্য3020
HELPহ্যাঁনাHELPHELPগ্রাহকসেবা উপভোগের জন্য3020
VIEWহ্যাঁনাVIEWVIEWআপনি যেসব সার্ভিস উপভোগ করছেন, তার তালিকা জানার জন্য3020
INFOহ্যাঁনাINFOINFOগ্রাহকসেবার সাথে কথা বলার জন্য3020
INDEXহ্যাঁহ্যাঁINDEXINDEXবাডি ট্র্যাকার সার্ভিস সম্পর্কে কিছু জানার জন্য3020

 




 


 




Post a Comment

Previous Post Next Post