আইফোনে গুরুতর এক ত্রুটি বের করেছেন গুগলের প্রজেক্ট জিরোর গবেষক ইয়ান বিয়ার। ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর অজান্তেই ওয়াই-ফাইয়ের মাধ্যমে ডিভাইসে আড়িপাতার সুযোগ ছিলো হ্যাকারের জন্য।
সাধারণত ব্যবহারকারীর ভুলের কারণেই স্মার্টফোন হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ব্যবহারকারীকে ফাঁদে ফেলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক, বার্তা খোলানো বা ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নেয় হ্যাকার।
বিবিসি’র প্রতিবেদন বলছে, আইফোনে ত্রুটির কারণে ব্যবহারকারীর সাহায্য ছাড়াই কীভাবে ইমেইল, ছবি, বার্তা চুরির পাশাপাশি ক্যামেরা এবং মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়া যায় তা দেখিয়েছেন বিয়ার।
মে মাসেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ওই ত্রুটি সারালেও বিষয়টি সামনে এসেছে এখন। আপডেটেড ডিভাইসগুলো এখন নিরাপদ বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল ডিভাইসে অ্যাপল ওয়্যারলেস ডিরেক্ট লিঙ্ক নামের একটি প্রযুক্তির কারণেই ওই হ্যাকিং সম্ভব ছিল বলে জানিয়েছেন বিয়ার। মূলত ওই প্রযুক্তিটির মাধ্যমে অ্যাপলের এয়ারড্রপে ওয়াই-ফাই দিয়ে ফাইল ও ছবি পাঠানোর পাশাপাশি অন্যান্য আইওএস ডিভাইসের সঙ্গে পর্দা শেয়ার করতে পারেন গ্রাহক।
সারানোর আগে আইফোনের ওই নিরাপত্তা ত্রুটির সুযোগ নেওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিয়ার।
“আমরা যখন এই ডিভাইসগুলোতে আরও আরও বেশি আস্থা রাখছি, একজন হামলাকারী সন্দিহান নন এমন কোনো ব্যক্তির একগাদা তথ্য হাতিয়ে নিতে পারেন,” যোগ করেন বিয়ার।
নিরাপত্তা ত্রুটির বিষয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি অ্যাপল।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "[TechNews]আইফোনে ত্রুটি: সুযোগ ছিলো হ্যাকিংয়ের। "
Post a comment