নমুনা নিয়ে চাঁদের বুক থেকে রওনা দিয়ে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছে চীনের মহাকাশযান। এবারই প্রথম চাঁদের নমুনা সংগ্রহ করেছে দেশটি।
সিএনবিসি’র প্রতিবেদন বলছে, সফলভাবে এই নমুনা পৃথিবীতে আসলে চাঁদের নমুনা সংগ্রহকারী বিশ্বের তৃতীয় দেশ হবে চীন। এর আগে ষাটের দশকে যুক্তরাষ্ট্র এবং সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়ন চাঁদের নমুনা সংগ্রহ করেছে।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১১ টা ১০ মিনিটে চাঁদের বুক থেকে যাত্রা শুরু করেছে চ্যাং’ই-৫ মহাকাশযান।
চাঁদের পাশে পূর্ব নির্ধারিত কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে মহাকাশযানটি।
মহাকাশযানের এই অংশটি পৃথিবীতে ফেরার জন্য আরেকটি মহাকাশযানের সঙ্গে জুড়বে এবং ডিসেম্বরের মাঝামাঝি এটি চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে পৌঁছাবে বলে আশা করছে দেশটি।
মহাকাশ অভিযানে গত কয়েক বছরে নজর বাড়িয়েছে চীন। “যত দ্রুত সম্ভব চীনকে দারুণ মহাকাশ সক্ষমতার দেশ হিসেবে” গড়ে তুলতে চলতি বছরের শুরুতেই এই খাতকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) প্রতিদ্বন্দ্বীতায় ‘বেইদু’ নামের নিজস্ব ব্যবস্থা তৈরির লক্ষ্যে জুন মাসেই শেষ স্যাটেলাইটটি পাঠিয়েছে চীন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "নমুনা নিয়ে চাঁদের বুক থেকে রওনা দিয়ে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছে চীনের মহাকাশযান।"
Post a comment