[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।

আসসলামু অলাইকুম, কেমন আছেন সবাই? 

আশা করি টিউন্স৭১ এর সাথে থেকে ভালোই আছেন।  আজকের বিষয়  : [Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।"

So, Let's start now...... 

আপনি কাদের আপনার লাইভ লোকেশন দেখার অনুমতি দেবেন এবং কতক্ষণ, তা 'Google লোকেশন শেয়ারিং' ব্যবহার করে বেছে নিতে পারবেন। 

নোটঃ কাজগুলো করার সময় Location অন রাখবেন।  

​আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলে সাইন-ইন করুন।

    1. কীভাবে সাইন-ইন করবেন তা জানুন।​
  • এখান থেকে ম্যাপ টাইপ Default থেকে satellite &  ম্যাপ ডিটেইলস  আপনার সুবিধা অনুযায়ী সিলেক্ট করুন।আমি  ট্রান্সপোর্ট সিলেক্ট করলাম।
[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।

  • এটা আমার লোকেশন।  
[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।

  • উপরে দেখানো যাগয়া ক্লিক করার পর একটি পপ-আপ  ইউন্ডো আসবে সেখান থেকে Location sharing   এ  ক্লিক করুন।
[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।

  • এখান থেকে Share Location এ ক্লিক করুন।

[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।
  •  সব Allow করে দিন।  
[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।


  • এখানে For 1 hours এর জায়গায় আপনি কত সময় আপনার লোকেশন সেয়ার চালু রাখতে যান সেটা দিন। চাইলে ইচ্ছামত বাড়িয়ে কমিয়ে নিন অথবা  Until you trun this off দিতে পারেন।
  • এখন নিচে দেখো যেকোন পদ্ধতিতে আপনার লোকেশন সেয়ার করতে পারেন অথবা Copy to ব্যবহার করে লিংক কপি করে নিয়ে যেভাবে ইচ্ছা পাঠাতে পারবেন নিচের মত।
[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।

  • এখন Copy link এ ক্লিক করে লিংক কপি করতে প্রবেন।

লিংক পাওয়ার পর  ডিভাইসের লোকেশন অন রেখে উক্ত লিংক এ প্রবেশ করলে যে কেও আপনার লোকেশন লাইভ ট্রাকিং করতে পারবে। মানে আপনি কোথায় যাচ্ছেন সেটা লাইভ দেখা যাবে।   


Proved

[Google Location sharing]   গুগল ম্যাপের মাধ্যোমে লাইভ লোকেশন সেয়ার করুন।


  • আমি মেসেজের মাধ্যমে লিংক টি পাওয়ার পর সেটির উপর ক্লিক করলাম।   
 



  •  দেখুন ক্লিক করার সাথে Auto গুগল ম্যাপে নিয়ে গেল এবং Bangla Tv (আমার YouTube চ্যানেল) নামে আমার প্রফাইল পিক দেখতে পেলাম।  




আজ এখানেই শেষ, সবাই ভালো  থাকুন,সুস্থ থকুন।

Stay home & Stay Safe.






  •   



Post a Comment

Previous Post Next Post