সিসিটিভি ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?

 সিসিটিভি ক্যামেরা বর্তমান সময়ের বহুল ব্যাবহৃত একটি সিকিউরিটি ডিভাইস। বর্তমানে, বাসা বাড়ী থেকে শুরু করে ব্যাবসায়িক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীতেও এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে। নজরদারি আজকের সমাজে একটি বিশাল ভূমিকা পালন করে। 

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?

১৯৪২ সালে সিসিটিভি ক্যামেরা আবিষ্কৃত হলেও ১৯৪৯ সালে এটি বানিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছিল। বাজারে বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা পাওয়া গেলেও একেক ক্যামেরা একেক কাজের জন্যে ব্যবহৃত হয়ে থাকে। তবে, অনেকেই এই বিষয়টি না বুঝেই ক্যামেরা কিনে ফেলে। তাই আজকে আমি বাসা-বাড়িতে ব্যবহৃত সেরা ১০টি সিসিটিভি ক্যামেরা নিয়ে আলোচনা করবো। 

শুরতেই চলুন দেখে নেই বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরাঃ

  1. Dome CCTV Camera
  2. Bullet CCTV Cameras
  3. C-Mount CCTV Cameras
  4. PTZ Pan Tilt & Zoom Cameras
  5. Day/Night CCTV Cameras
  6. Infrared/night vision CCTV Cameras
  7. Network/IP CCTV Cameras
  8. Wireless CCTV Cameras
  9. High Definition (HD) CCTV Cameras

প্রতিটা ক্যামেরা নিয়ে বিস্তারিত পরবর্তী কোনো পোস্টে আলোচনা করার চেষ্টা করবো। বর্তমানে আইপি ক্যমেরা এবং ওয়্যারলেস ক্যামেরা বহুল পরিমানে বাসা-বাড়িতে ব্যবহৃত হচ্ছে। বাজারে অনেক মডেল/ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় অনেকেই দিধাদন্দে পরে যায় কোনটা কিনবো। 

তো চলুন একনজরে দেখে নেই কোন বিষয়গুলো মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা কিনতে হবেঃ

দাম নাকি কোয়ালিটি

সবসময় দামী প্রোডাক্ট হলেই সেটা আপনার জন্যে পারফেক্ট নাও হতে পারে। সিসিটিভি ক্যামেরা কেনার সময় অবশ্যই ভবিষ্যৎ আপগ্রেডের বিষয়টা মাথায় রাখা উচিত।

একটি ভাল মানের, ছোট, এন্ট্রি লেভেল সিস্টেমে বিনিয়োগ করা বরাবরই বুদ্ধিমানের কাজ, যা আপনাকে পরে আরও ক্যামেরা যুক্ত করার সুবিধা দেয়। ভালো ব্র্যান্ডের বিষয়টাও মাথায় রাখা উচিত যাতে পরবর্তীতে অনুশোচনা করতে না হয়। 

ওয়ারেন্টি/গ্যারান্টি

এটা খুবই গুরুত্বপূর্ন পয়েন্ট। অনেকসময়ই আমরা আনব্র্যান্ড প্রোডাক্ট যেগুলো সাধারনত ৬ মাসের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে, সেগুলো কিনে থাকি । এগুলো থেকে নিরাপদ দূরে থাকার চেষ্টা করুন। একটি ভালমানের কোম্পানি সাধারনত ২-৩ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে।

 অ্যানালগ, এইচডি নাকি আইপি ক্যামেরা?

আপনি কোন কোয়ালিটির ক্যামেরা কিনবেন সেটা নির্ভর করে আপনার নিরাপত্তার ধরন ও পরিবেশের উপর। খুব ছোট কোনো জায়গার জন্যে অ্যানালগ ক্যামেরা যথেষ্ঠ তবে HD ক্যামেরা সবসময় বেস্ট। তবে আইপি ক্যামেরা বর্তমানের লেটেস্ট প্রযুক্তি হওয়ায়, এতে অত্যাধিক সুবিধা পাওয়া যাবে। এখন সিদ্ধান্ত আপনার। 

এছাড়া বাজারে বর্তমানে ৩৬০° ক্যামেরা পাওয়া যায়। 

এখন চলুন দেখে নেই বাজারে জনপ্রিয় ১০টি সিসিটিভি ক্যামেরাঃ

1. Dahua HAC-T1A21 2MP HDCVI Eyeball Camera

মূল্যঃ ৳ 1,350

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


2. Hikvision Ezviz CS-CV310 2-Antenna Waterproof IP Camera

মূল্যঃ ৳ 4,500

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


3. Cam Tech CV-90E HD CVI

মূল্যঃ ৳ 3,200

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


4. Jovision JVS-A810-C 2MP Night Vision Bullet CC Camera

মূল্যঃ ৳ 1,650

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


5. Panoramic Fisheye Night Vision Wi-Fi 360 Degree CC Camera

মূল্যঃ ৳ 2,550

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


6. CCTV Fisheye Lens 3D VR 360° PTZ Wireless IP Security Camera

মূল্যঃ ৳ 2,550

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?



7. A9 Mini Wireless Full HD Night Vision IP Camera

মূল্যঃ ৳ 1,999

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


8. Jovision JVS-N815-YWC-R2 2MP FHD Outdoor IP Camera

মূল্যঃ ৳ 2,380

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?


9. Smart v380 720p HD 180 Degree Robotic Wi-Fi IP CC Camera

মূল্যঃ ৳ 1,350

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?



10. CCTV Fisheye 360° 1.3 MP 960p Wi-Fi Panoramic IP Camera

মূল্যঃ ৳ 2,200

সিসিটিভি  ক্যামেরার দাম, কি কি বিষয় মাথায় রাখবেন কেনার সময়?




Aslo Read

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url