আসসালামু আলাইকুম,সবাইকেমন আছেন…??আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত টিউন্স৭১ এর সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা প্রতিদিন ২০ মিনিটের মতো সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই ওয়েবসাইটের সাহায্যে।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো নাম্বারে প্রতিদিন ২০ মিনিটের মতো কথা বলতে পারবেন।
তবে একবারে ২০ মিনিট কথা বলতে পারবেন না।
প্রতিবার কল দেওয়ার পর ৫ মিনিট করে কথা বলতে পারবেন।
যদি কখনো একবার কল দিয়ে ১০ সেকেন্ড অথবা ১ মিনিট কথা বলে কেটে দেন তবে ৫ মিনিটের সুযোগ হারিয়ে যাবে।
তাই এভাবে মূলত ৪ বারে ২০ মিনিট কথা বলতে পারবেন।
নির্দিষ্টভাবে যে ৪ বার কল দিতে পারবেন এমনটি না এর বেশিও ৫-৬ বারও হতে পারে।
অর্থাৎ সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্তও কথা বলা যেতে পারে।
মূলত কল দেওয়া প্রসেসটি ওয়েবসাইটটি মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে।
কখনো কখনো অতিরিক্ত ব্যবহারের কারণে ২-৩ বার কল যাওয়ার পরই কল যাওয়া বন্ধ হয়ে যায়।
কিভাবে ব্যাবহার করবেন?
প্রথমে এই সাইটি যান... webpushnotification
সাইটে ঢুকে একটু নিচের দিকে গেলেই ওইরকম মোবাইল ভিউ দেখতে পারবেন।
এখানে মোবাইলটি আপনার মোবাইল হিসাবে ব্যাবহার করুন, মানে ওই মোবাইলে ক্লিক করলেই কাজ করবে।
Call এ গিয়ে country সিলেক্ট করে নাম্বার তুলে ফোন দিন। ০ বাদে তুলবেন কারন Country সিলেক্ট করলে +৮৮০ অটো চলে আসবে।
Mdmihadulislam
ReplyDeletePost a Comment