আসসালামু-অলাইকুম,গত পর্বে আমি
এখন টাকা পাঠাবেন যেভাবে....
দেখিয়েছি কিভাবে "ট্রাস্ট মানি" একাউন্ট খুলতে হয় আর এই পর্বে থাকছে ট্রাস্ট ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার কিভাবে করতে হয়।
প্রথমে ট্রাস্ট মানি app অপেন করুন...তারপর স্টেপ বাই স্টেপ ফলো করুন....
- Username & Passward দিয়ে লগিন করুন...
- বেনিফিসিয়ারি Add করুন....মানে যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট এড করতে হবে।
- New এ ক্লিক করুন...
এখন টাকা পাঠাবেন যেভাবে....
প্রথমে নিজের একাউন্ট সিলেক্ট করুন...পরেরগুলা যাকে পাঠাবেন তার তথ্য দিন।
বিদ্রঃআগেই সব তথ্য দেওয়া আছে সুধু একাউন্ট সিলেক্ট করলেই সব তথ্য অটো চলে আসবে।
- সাবমিট করুন.... মেসেজে OTP যাবে সেটা দিন..
সব ঠিক থাকলে Confirm দিন..
দেখুন টাকা পাঠানো হয়ে গেছে....
প্রমান নিচে দেখুন..
Note: এভাবে টাকা পাঠালে টাকা যেতে ২৪ ঘন্টা লাগতে পারে,মানে যদি আজ অফিস টাইমের পরে পাঠান তাইলে কাল অফিস টাইমের পর অন্য ব্যাংকে যাবে তবে সকাল ১০-১২ টার মধ্যো পাঠালে সেদিনি চলে যাবে যদি অফিস খুলা থাকে।
তবে আপনার একাউন্ট থেকে বিকাশে পাঠালে সাথে সাথে চলে আসবে। পাঠানোর নিয়ম আগের মতই,তাও যদি না পারেন কমেন্ট এ যানান।
For any help....
আমরা কষ্ট করে লিখি আপনাদের উপকারের জন্য, কমেন্ট করে উৎস দিবেন।
ভাইয়া,ট্রাস্ট ব্যাংক থেকে ibanking করলে,, আমার ইসলামী ব্যাংক একাউন্টে টাকা আসতে ৩থেকে৪দিন সময় লাগছে,
ReplyDeleteআমি নিয়মিত ট্রাস্ট ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাই, এক্ষেত্রে ১ কর্মদিবস এর মধ্যই টাকা চলে যায়।
Deleteতবে Ibanking না আমি Trust Money app ব্যাবহার করি,চাইলে এটি ব্যাবহার করতে পারেন। টাকা পাঠাতে কোন খরচ নেই।
৩/৪ দিন সময় লাগার কথা না তবে বন্ধের দিন পাঠালে হবেনা, যেদিন ব্যাংক খোলা থাকবে ওইদিন যাবে।
বৃহঃ বার দুপুরের পর পাঠালে সেটি রবিবারে যাওয়ার কথা আর এর পরেও বেশি সমস্যা হলে হেল্পলাইনে কথা বলেন
সর্বোচ্চ কতো টাকা পাঠানো যায়
ReplyDeletePost a Comment