এখন বাংলাদেশের যে কোনো নাম্বারে ঘরে বসে ডাচ-বাংলা (রকেট) একাউন্ট খুলেন খুব সহজে। একাউন্ট খুললেই ২০ টাকা বোনাস । প্রথম পেমেন্ট / রিচার্জে ১০০% ক্যাশব্যাক এছাড়া প্রতিমাসে ব্যবহারে ১০ টাকা বোনাস।
কি ভাবে একাউন্ট খুলবেন?
প্রথমে এ অ্যাপটি ডাউনলোড করে Open করার পর language সিলেক্ট করুন।
- তার পর যে নাম্বারে একাউন্ট খুলবেন যে নাম্বার দিন।
- তার পর ওই নাম্বারে একটা call যাবে call টা রিসিভ করার পর ৪ সংখ্যার একটা পিন দিয়ে দিন।
- পিন দিয়ে লগিন করুন
- এখানে ক্লিক করুন...
- → এখানে ক্লিক করুন..
- তার পর যে NID কার্ড দিয়ে একাউন্ট খুলবেন তার Front & Back side এর ছবি তুলে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
- তার পর তথ্য গুলা দেখে এখানে ক্লিক করেন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "How to open a Rocket account at home[[ ডাচ-বাংলা (রকেট) একাউন্ট খুলেন সাথে ২০ টাকা বোনাস নিন]]"
Post a comment