আসসালামু অলাইকুম, কেমন আছেন সবাই?
আজ দেখাবো কীভাবে google একাউন্টের save করা Passward বের করতে হয়।
প্রথমে যেকোনো browser দিয়ে আপনার একাউন্ট এ লগিন করুন।
তারপর Google passward manager এখানে যান..
যে passward টি দেখতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করুন..
আমার ইমেল Password টি পূনরায় দিন।
ছবিতে দেখানো কাজ গুলা এখান থেকে করে নিতে পারবেন।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকা সব পাসওয়ার্ড দেখুন, পরিবর্তন করুন বা ডিলিট করুন"
Post a comment