[DBBL] Nexuspay একাউন্ট খোলার উপায়

 


[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]



আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন...?

আজকের পোস্টের বিষয় হচ্ছে "নেক্সাস পে- Nexuspay Account opening "

কিভাবে একাউন্ট করবেনঃ

১)প্রথমে প্লে স্টোর থেকে Nexuspay এপটি ডাউনলোড করুন। Nexuspay play store

২) ডুকে Register এ ক্লিক করবেন...

[Sorry for the screendhort]


[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]


3)তারপর Mobile number, Operator Select, PIN দিয়ে Register এ ক্লিক করলে একটি OTP কোড যাবে যা অটো নিয়ে নিবে।



[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]


[অবশ্যই যে সিম দিয়ে রেজিস্টার করবেন সে সিম ফোনে লাগানো থাকতে হবে ]


[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]
4)Account Verification : নতুন একাউন্ট করলে বা ফোন রিসেটের পর বা নতুন মোবাইলে লগিন করলে এই রকম দেখাবে। প্রথমে এপে এই অপশনে আসবেন,তারপর আপনার রেজিস্টারকৃত সিম থেকে ১৬২১৬/16216 এ ফোন দিবেন।তবে এপ থেকে বের হবেন না, দরকারে মিনিমাইজ করুন বা সিম খুলে অন্য ফোনে লাগান।ফোন দিয়ে বাংলা নির্বাচন করে 0 প্রেস করে কেয়ারে বলুন যে আপনার নেক্সাস পে এপে এপ্রভুভাল লাগবে।তারপর কেয়ার থেকে কিছু তথ্য চাইবে, যা দিলে আপনাকে বলবে চেক করতে।আপনি চেক স্টাটাস এ ক্লিক করলে লগিন হবে।


কার্ড বা রকেট যেভাবে এড করবেন:

১)এপে ডুকলে বাম পাশে উপরে কোনায় ৩ টা দাগ পাবেন,ক্লিক করলে এড কার্ড এ ক্লিক করবেন।



2.তারপর যে ধরনের কার্ড বা রকেট একাউন্ট করবেন তা সিলেক্ট করে Next  দিন।


[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]


৩.তারপর প্রয়োজনীয় তথ্য দিন



[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন [ How to open a Nexuspay account]


আপনি যে নম্বর থেকে একাউন্ট খুলেছেন সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা দিলেই আপনার Nexus virtual card রেডি হয়ে যাবে। এই কার্ড দিয়ে আপনি এই অ্যাপ এড করা থাকা অন্য যেকোন কার্ডেই টাকা পাঠাতে পারবেন 2FA ছাড়াই, তাছাড়া ফোনে রিচার্জ , ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স ও চেক করতে পারবেন এখান থেকেই।


NexusPay এর সুবিধা ও সার্ভিসঃ
সেন্ড মানি(Send money),রিকোয়েস্ট মানি(Request Money), মোবাইল রিচার্জ(Mobile Recharge), ব্যাংক ট্রান্সফার (DBBL& Roket), অনলাইন কেনাকাটা (Ecommarce),Vehicle Management, ব্যালেন্স দেখা,মিনি স্টেটমেন্ট
যে কোন বিল পরিশোধ সব কিছু করতে পারবেন শুধু একটি এপ দিয়ে।


Offers:

✔ Over 10,000 shops accept NexusPay
✔ Download multiple cards and use them when you want to
✔ Send money for free to anyone
✔ Send money for free to ANY and ALL mobile phone numbers
✔ Online discounts
✔ Get notified instantly of all NexusPay discounts and অফফেরস



Features:

✔ Full QR and NFC payments across the entire DBBL network
✔ Cardless ATM withdrawal (rollout in progress)
✔ Receive money using QR, NFC, Phone, Rocket and card number
✔ Combines the world of other banks cards and DBBL’s Rocket, Nexus and Agent Banking systems
✔ Easily transfer money between all systems
✔ Generate 10-minute temporary card numbers for online payments
✔ Pay bills easily
✔ Mini statment (DBBL only)
✔ Last transactions statement (DBBL only)
✔ Deactivate your card (DBBL only)
[Collected from About Nexuspay Information ]



বিশেষ সুবিধা:

১)আপনার একাধিক কার্ড থাকলে এখানে ডাউনলোড করে যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।

২)এখন পর্যন্ত ১০,০০০ এর বেশি Shopping Website এ Nexus Pay থেকে পেমেন্ট গ্রহন করে।অনেক সময় Nexuspay দিয়ে পেমেন্ট এ ২০% ক্যাশব্যাক দেয় যা বর্তমানে চলতেছে এবং নিজ নম্বরে রিচার্জে ৫% ক্যাশব্যাক পাবেন
৩) Virtual card নম্বর, CVV code পাবেন অনলাইনে পেমেন্ট করার জন্য।কোনো 2FA দরকার হবে না।

৪)কিছুদিন একটি ফেসবুক গ্রুপে দেখছিলাম যে অন্য ব্যাংকের কার্ড এ এড করা যাবে,তবে আমি শিওর না।কোনো তথ্য পেলে আপডেট করে জানাবো।




Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 2 June 2023 at 04:17

    mdshahajanail21@gmail.com

Add Comment
comment url