ফেসবুক এপস থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের একটি এপস ব্যাবহার করতে হবে। প্রথমে নিচের লিংক থেকে এপসটি ইনস্টল করে নিন।
এপস এর লিংক: Install From Play
অথবা PlayStore গিয়ে সার্চ করুন: Multi Social Downloader এবং নিচের স্কিনশটের এপটি ইনস্টল করে নিন।
- থমে আপনার ফেসবুক এপসটি অপেন করুন।
- তারপর যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির নিচে Share অপশনে ক্লিক করুন।
- তারপর More Options এ ক্লিক করুন।
- এখন কিছু এপস দেখতে পাবেন তারমধ্যে থেকে Multi Social Downloader এপসটিতে ক্লিক করুন।
- এবার Download এ ক্লিক করুন। ব্যাস, ডাউনলোড শুরু হয়ে গেলো।
অথবা আপনি চাইলে ভিডিও লিংক কপি করে এপসে ডুকে Download এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
আশা করি, পোস্টটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগমিতে আরো কিছু সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হবো।
Share Via:
About Author
আমি ফরিদপুর জেলাধীন সালথা থানায় ২০০১ সালের পহেলা জুন মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি।
অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে যেমন ব্লগিং, এডসেন্স, ফেসবুক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি।
আমার সাথে যোগাযোগের ঠিকানা নিচের ADMIN পেজ থেকে দেখতে পারবেন।
0 Response to "ফেসবুক থেকে ভিডিও ডাওনলোড করুন সহজ উপায়ে। "
Post a comment