ফেসবুক একাউন্ট পারমানেন্টলি ডিলিট করার উপায়।

মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক আইডি ডিলিট করার পদ্ধতি

শর্টকাট-

  • ফেসবুকে লগিন করুন
  • Menu তে যান
  • settings & privacy
  • Settings
  • Account ownership and control
  • Deactivate and Deletion
  • Delete account এ মার্ক করুন
  • Continue to deletion লেখায় ক্লিক করুন
  • Delete account
  • আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিন
  • Continue তে ক্লিক করুন
  • Delete account লেখায় ক্লিক করুন
  • Session expired লেখা দেখলে বুঝবেন কাজ শেষ।

বিস্তারিত নিয়মকানুন

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে হবে। সেখানে পাশে থাকা Menu বারে ক্লিক করুন। না বুঝলে স্ক্রিনশট অথবা ভিডিওটি দেখুন। এরপর Settings & Privacy লেখায় ক্লিক করতে হবে।








সেখানে কিছু অপশন আসবে। সেখান থেকে Settings অপশনে যেতে হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে গেলে Account ownership and control নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর Deactivate and Deletion এ যান।






এরপর Delete account এ মার্ক করে Continue to account deletion এ ক্লিক করুন। আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন।পরবর্তী ধাপে Delete account লেখায় ক্লিক করুন। পরের ধাপে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলবে। সেখানে থাকা বক্সে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে Continue করু






সর্বশেষ ধাপে Delete account লেখায় ক্লিক করে আপনার কাজটি শেষ করুন। এটি সম্পন্ন করার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। সেখানে session expired লেখা দেখবে। অর্থাৎ আপনার একাউন্ট Log out হয়ে গেছে।




মনে রাখবেন, একাউন্টটি সাথে সাথেই ফেসবুক আইডিটি ডিলিট হবেনা। ডিলিট হওয়ার জন্য ৩০ দিন অপেক্ষা ক্রতে হবে। এই ৩০ দিনের মধ্যে আবার একাউন্টে লগিন করলে একাউন্টটি ডিলিট হবেনা।



Post a Comment

أحدث أقدم